মালদা

মানুষকে রাঙিয়ে দিতে মালদায় কানপুরের রং বিক্রেতাদের ভিড়

 

হোলি আসলেই এদের দেখা যায় রং বিক্রি করতে। হোলির তিন চারদিন আগেই মালদা শহরের বিভিন্ন এলাকায় পসরা সাজিয়ে বসেন কানপুরের রং বিক্রেতারা।

    তারা তাদের ভাষায় মানুষকে আকৃষ্ট করে রং বিক্রি করতে থাকে। প্রতি বছর উত্তর প্রদেশের কানপুর থেকে তারা রং বিক্রি করতে আসেন মালদায়। প্রচুর পরিমাণে রঙ্গ বিক্রি হয় তাদের। কারণ তাদের বিক্রি করা রঙ খুব পাকা হয়। কানপুরের রং বিক্রেতারা সাদা কাগজের উপরে বিভিন্ন রঙের ডিসপ্লে করে মানুষদের আকৃষ্ট করেন রং কিনতে। তাদের এই পদ্ধতিতে প্রচুর পরিমাণে রঙ বিক্রিও হয়। কানপুরি এই রং বিক্রেতাদের দাবি তাদের রঙের কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয় না। এবং তারা দীর্ঘদিন ধরে মালদায় রং বিক্রি করে আসছেন।